ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে প্রনোদনার এই সার-বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার, জেলা কৃষি সম্প্রস্ারণ বিভাগের কৃষিবিধ (উদ্যান) মোহাম্মদ আলী জিন্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মোঃ মহাসীন আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, পৌর আ.লীগ নেতা ও সার ব্যবসায়ী কাজী আলমগীর প্রমূখ। কৃষি অফিসের তথ্য মতে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভায় উপসি-৪৫০ ও হাইব্রিড-১৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এই সার-বীজ বিতরণ করা হবে।