২৭ লিটার চুলাই মদসহ দুই জনকে গ্রেফতার করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। বুধবার কোটচাঁদপুর ব্রীজঘাট মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন কোটচাঁদপুর সলেমানপুর গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে আজাদ হোসেন ও পোস্ট অফিস পাড়ার আবদুল করিমের ছেলে আওলাদ হোসেন।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক সিরাজুল আলম জানান, বুধবার ভোর ৪ টার দিকে থানার ডিউটিরত কর্মকর্তার মোবাইলে ৯৯৯ থেকে একটি সড়ক দুর্ঘটনার কথা জানান। এ খবরে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই জনকে আহত অবস্থায় দেখতে পাই। এ সময় তাদের কাছ থেকে ৩ টি প্লাস্টিকের জারে থাকা ২৭ লিটার দেশীয় চুলাই মদ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মদ নিয়ে তারা রিক্সা করে আলামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর ব্রীজঘাট মোড় পৌছালে রিক্সাটি পাশের থাকা গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে রিকশা চালক আজাদ ও মদ বহনকারী আওলাদ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।