ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের একটি মাঠ থেকে তসলিমা খাতুন (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তসলিমা খাতুন লক্ষীপুর গ্রামের ইজিবাইক চালক আলম মন্ডলের স্ত্রী। তসলিমা খাতুনকে কুপিয়ে হত্যা করা হয়ৈছে বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, লক্ষীপুর গ্রামের ইজিবাইক চালক আলম মন্ডলের স্ত্রী মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। খোঁজাখুজির এক পর্যায়ে মধ্যরাতে বাড়ির পাশের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে একটি ঘাষের জমিতে ফেলে রাখে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বামী আলম মন্ডল বলেন, বুধবার সন্ধায় তসলিমা বাথরুমে যাওয়ার জন্য বের হয়। এঘটনায় নিহতের বড় ভাই মোস্তফা মন্ডল বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।