“সাবধানে গাড়ি চালান, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না” এই প্রতিপাদ্য নিয়ে সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার জন্য ঝিনাইদহের কোটচাঁদপুরে নিটল টাটার ‘বন্ধু সুরক্ষা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে নিটল মটরস ও অলিভ মটরসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাটার স্থানীয় পরিবেশক অলিভ মটরস এর কর্নধর মনিরুদ্দোজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাটা মটরসের প্রডাক্ট প্রেসিডেন্ট আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এরিয়া প্রেসিডেন্ট (সাউথ বেঙ্গল) মোঃ মিজানুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার (ঝিনাইদহ) এ.এস.এম আসাদুর রহমান সুজন, সহকারী সেলস ম্যানেজার মোঃ রবিউল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন এলাকার টাটা মটরসের ক্রেতা ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ক্রেতা সাধারণের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।