ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্য হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়ি গ্রামের পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার দুপুরে শিশু আব্দুল্লাহ খেলতে যেয়ে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুরের মধ্যে শিশু আব্দুল্লাহর ডুবন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।