ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের নিয়মিত চেক পোস্টে সন্দেহ ভাজন তিন যুবককে আটক করেন থানা পুলিশ। শনিবার বিকালে কোটচাঁদপুরের হ্যাচারী মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
কোটচাঁদপুর থানার এস আই মাসুদ জানান, পুলিশের নিয়মিত চেক পোস্টের অংশ হিসাবে শনিবার বিকালে হ্যাচারী মোড় এলাকায় চেক পোস্ট বসানো হয়।
এ সময় মোটর সাইকেল আরোহী সন্দেহ ভাজন তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন রাব্বি হাসান, সোহাগ হোসেন ও সোহেল রানা। যাদের প্রত্যেকের বাড়ি উপজেলার দয়ারামপুর গ্রামে। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় থানায় মামলা হয়েছে। পুলিশ রবিবার সকালে তাদের আদালতে পাঠিয়েছেন।