ছাগলে ফসল বিনষ্ট করার খেসারত মালিক কে দিতে হলো রক্ত দিয়ে। প্রতিপক্ষের ধারালো কাচির কোপে গুরুতর আহত হয়ে মালিক আলতাপ হোসেন (৪৫) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বুধবার কোটচাঁদপুরের রামচন্দ্রপুর মন্ডল পাড়ায় এ ঘটনা ঘটে। আলতাপ হোসেন
কোটচাঁদপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ইলাহি মন্ডলের ছেলে। জানা গেছে, বুধবার দুপুরে আলতাপ হোসেনের ছাগল চলে যায় পাশের বাড়ির নওশার হোসেনের ফসলি জমিতে। এ সময় ছাগলটি, তাঁর ফসলের বেশ ক্ষতি সাধন করেন।
এতে করে ক্ষিপ্ত নওশার ছাগল নিয়ে ছুটে আসেন আলতাপের বাড়িতে। একপর্যায় দুই জনের মধ্যে চলে বাকবিতণ্ডা। এ সময় নওশার তাঁর হাতে থাকা কাচি দিয়ে কোপাতে থাকে আলতাপকে।
আলতাপের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসেন তারা।
চিকিৎসক শিরিন সুলতানা বলেন, তার হাত মুখ সহ বেশ কয়েক স্থানে ক্ষত রয়েছে। তবে হাতের ক্ষতটা মারাত্মক। এ কারনে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে।
ঘটনার পর থেকে নওশার এলাকা ছেড়েছেন বলে জানা গেছে। সে ওই গ্রামের মৃত আনসার আলী ছেলে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক জাহিদ হোসেন জানান, ওই ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।