ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে রাসায়নিক সার-বীজ ও হারভেষ্টার মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে প্রনোদনার এই সার-বীজ ও হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মোঃ মহাসীন আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির।