“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি। সভায় ভোক্তা অধিকার নিশ্চিতে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী, সিনিয়ির মৎস্য অফিসার সঞ্জয় কুমার, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, আব্দুল মতিন, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এসএম রায়হান উদ্দীন, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক সহ হোটেল রেস্তোরা ব্যবসায়ী বৃন্দ।