সারাদেশে ন্যায় কোটচাঁদপুরেও বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের চাবি হস্তান্তর করা হচ্ছে। এ উপজেলার ৭ জন বীর মুক্তিযোদ্ধা পেয়েছেন ওই ঘরের চাবি। বুধবার ১৫ ফেব্রুয়ারি সকালে স্থানীয় অফিসার্স ক্লাব থেকে তাদের হাতে এ চাবি তুলে দেয়া হয়।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী প্রমুখ।
শহীদ, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি পাকাঘর নির্মাণের উদ্যোগ নেন ।
এর অংশ হিসেবে কোটচাঁদপুর উপজেলায় ২১টি ঘরের মধ্যে প্রথম পর্যায় ৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ৭টি বীর নিবাসের চাবি তুলে দেয়া হয়।
য়ার মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আদিলউদ্দিন,আবু বক্কর, সিরাজুল ইসলাম, তাহের উদ্দিন, আব্দুল হালিম,আব্দুর রশিদ, মহি উদ্দিন।
পরে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করা হয়।