করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত রেখেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন।
মাস্ক ব্যবাহার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতার পাশা-পাশি বয়স্ক শিশুদের মাঝে মাস্ক বিতরণ করেন ইউএনও।
শনিবার সন্ধ্যায় উপজেলার তালশার, জালালপুর ও গুড়পাড়া বাজার এবং পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব বজায় না রাখার অপরাধে বিভিন্ন দোকানে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সামাজিক দূরুত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের ওপর ব্যাপক জনসচেতনতা ও প্রচার চালানো হচ্ছে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জিয়াউল ইসলাম, বেঞ্চ সহকারি সুব্রতসহ আনসার ও পুলিশের একটি টিম।