ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার তালশার বাজার ও পৌর শহরের মেইন বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
অভিযানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় ও মাস্ক ব্যবহার না করার দায়ে বিভিন্ন দোকানে ১ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন জানান, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের ওপর ব্যাপক জনসচেতনতা ও প্রচার চালানো হচ্ছে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার জিয়াউর রহমান, অফিস সহকারি সুব্রত বিশ্বাস, মডেল থানার এসআই তৌফিক আনাম, সাংবাদিক মঈন উদ্দীন খানসহ থানা পুলিশের একটি টিম।