ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষধর সাপের কামড়ে আহত মুমূর্ষ রোগীদের ডাক্তারী চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন অঞ্চলের সাপের কবিরাজদের (ওঁঝা) সঙ্গে মতবিনিময় সভা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কোটচাঁদপুর মডেল থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাপের কবিরাজ (ওঁঝা) তাদের মতামত তুলে ধরেন।
সভায় ওসি মঈন উদ্দিন বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় সাপের কামড়ে শিশুসহ নানা বয়সী মানুষের মৃত্যু বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাপের কামড়ে আহত মুমূর্ষ রোগীদের কবিরাজী চিকিৎসা দিতে গিয়ে সময় কালক্ষেপনের ফলে অনেক রোগী মারা যায়। যথা সময়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তারী চিকিৎসার পরামর্শ দেন। এসময় তিনি সাপের ওঁঝাদের হুশিয়ারী দিয়ে বলেন, কবিরাজী চিকিৎসা দিতে গিয়ে কোন রোগী মারা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার এস.আই আব্দুল মান্নান, ডিউটি অফিসার এস.আই আনারুল ইসলাম, এ.এস.আই আজমুল হক, সিনিয়র সাংবাদিক কাজী মৃদুল, এসএম রায়হান, মঈন উদ্দীন খাঁন সহ বিভিন্ন এলাকার সাপের কামড়ে রোগীদের চিকিৎসা দেওয়া ২৫ জন কবিরাজ (ওঁঝা) উপস্থিত ছিলেন।