ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লিতে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে পা হারালেন মোটরসাইকেল আরোহী সজিব হোসেন (২২) নামে এক শিক্ষার্থী।
এসময় গুরতর আহত হয়েছেন রানা (২১) নামে অপর একজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সাফদারপুর বালিয়াডাঙ্গা গ্রামের আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকালে মোটরসাইকেল যোগে দুই যুবক কোটচাঁদপুর শহরে দিকে রওনা হন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাছ বোঝাই একটি আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সজিবের একটি পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। এবং অপর একজনের পা ভেঙ্গে গুরতর আহত হন। পরে ওই যুবকের বিছিন্ন পা পার্শ্ববর্তী একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
আহতরা হলেন, উপজেলার সাফদারপুর ইউনিয়নের কন্যানগর গ্রামের আমানউল্লার কলেজ পড়ুয়া ছেলে সজিব ও জীবননগর উপজেলার করর্চাডাঙ্গা গ্রামের উসমানের ছেলে রানা।
মেপ্র/আরপি