প্রতিবেশিদের শায়েস্তা করতে কাটা আর টিনের বেড়া দিয়ে দীর্ঘ দিনের চলার পথ বন্ধ করার অভিযোগ প্রতিপক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে। এতে করে বেকায়দায় পড়েছেন ওই পথে চলাচল করা ৩৫ ঘর বসতি। এ অবস্থা চলছে কোটচাঁদপুরের লক্ষিকুন্ড গ্রামে। বিষয়টি তদন্ত পূর্বক নিরোশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মকগুল হোসেন, আমির হোসেন, সাইফুল ইসলাম, ও শাহিনুর খাতুন বলেন, আমাদের জন্মের আগ থেকে এ পথটি রয়েছে। এখন পথে বেড়া দেওয়ায় বেকায়দায় পড়েছি আমরা। আওয়াল আর মান্নানের মধ্যে জমি নিয়ে সমস্যা। এখন ভুগতে হচ্ছে সবার।
তারা তাদের জায়গায় বেড়া দেয়ায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ আলমসাধু, ভ্যান সহ সব ধরনের যান চলাচল করতে পারছে না। এতে করে আমাদের চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হয়েছে, তেমনি জীবন -জীবিকাও থমকে গেছে। বিষয়টি দ্রুত নিরোশনের জন্য সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীরা বলেন, এ ব্যাপারে চেয়ারম্যান ও ইউএনও সাহেবের কাছে অভিযোগ করবো।
বিষয়টি নিয়ে অভিযুক্ত আব্দুল মান্নান বলেন,এ জায়গা আমি ফেলে রেখে ছিলাম। মানুষ চলাচল করতো। কয়েক দিন হল আওয়াল হোসেন তাঁর জমি মেপে বেড়া দিয়েছেন। এ কারনে আমিও আমার জায়গায় বেড়া দিয়েছি।
সাবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন,তারা আমার কাছে কেউ কিছু বলেননি। এরপরও লোক মারফত জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। যাতে করে ওই ঘটনা নিয়ে এলাকা বড় ধরনের কিছু না ঘটে। বিষয়টি হল,আওয়াল হোসেন তাঁর জমি মেপে বেড়া দেয়ায়,মান্নানও তাঁর জায়গা বেড়া দিয়েছেন। এখন তারা যদি আমার কাছে অভিযোগ করে,তাহলে দেখি মিমাংসা করার চেষ্টা করবো অবশ্যই।