কোথায় আজ মানবতা যাচ্ছে?
শিক্ষা গুরুর উপর চলছে লাঠি,
লাঞ্চিত অপমানিত আজ স্বজাতী।
মানবতা ভাসছে বন্যার্ত স্রোতের সাথে,
ময়লা আর আবর্জনা তাদের সঙ্গী।
আইনের লোক দেখে চেয়ে চেয়ে
অমানুষ গুলো অন্যায় করে সবার সাথে,
জুতার মালা ঝুলে শিক্ষকের গলে
নীরব ভুমিকা পালন করে তারা দেখে,
কোথায় হারিয়েছে আইনের নীতিমালা।
এই দিকে কিছু মোহপ্রাপ্তি শিক্ষক ভাবে
লাঞ্চিত অপমানিত ওরা হয়েছে,
আমাদের কি আসে যায় নীরবে ভাবে
তাইতো আজও নামেনি কোন প্রতিবাদে
কিছু শিক্ষা গুরুর মানবতা কোথায় আছে।
মোহপ্রাপ্তি শিক্ষক গুলো নিজেকে নিয়ে ভাবে
বেতন বৃদ্ধি করার নামে আন্দোলন করে
নিজের স্বার্থে আজ সবাই ছুটে
মানবতা বিক্রি হছে মোহপ্রাপ্তি লোকের কাছে।