খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশির পানি উন্নয়ন বোর্ডের ১৪/১ পোল্ডারে কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া ৩শ মিটার বেড়িবাঁধ সোমবার হাজার হাজার মানুষ সেচ্ছাশ্রমে রিং বাঁধ দিয়ে মেরামত সম্পন্ন করেছে।
গত রোববার ভোরে হঠাৎ করে বেড়িবাঁধ টি নদীগর্ভে বিলীন হয়ে ৩টি গ্রাম প্লাবিত হয়ে মানুষের বসতবাড়ি, মাছের ঘের ও ক্ষেতখামার তলিয়ে যায়। পরদিন এলাকার হাজার হাজার মানুষ সেচ্ছাশ্রমে সকাল থেকে দুপর পর্যন্ত মাটির কাজ করে রিংবাঁধ নির্মান করে লোনা পানি আটকিয়ে দেয়।
এ সময় সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, পাউবোর সেকশন কর্মকর্তা মশিউল আবেদীন, নাঈম ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান, এড. মঞ্জুরুল আলম নান্নু, প্যানেল চেয়ারম্যান আবু ছালাম খান, মেম্বর মোজাফফার শিকারী, তন্ময় সরকার, দিদারুল ইসলাম, আবু বকর, প্রশান্ত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
পাউবোর সেকশন কর্মকর্তা মশিউল আবেদীন জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় বাঁশ, বস্তা, রশি, পেরেক, বল্লী সহ অন্যন্য সরঞ্জাম সরবরাহ করে। বাঁধটি মেরামতের পর এলাকার মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়।