ব্যবস্থাপনা ও পরিচালনায় খরচ কমাতে কর্মী ছাঁটাই করছে আন্তর্জাতিক পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান পেপাল। ব্লুমবার্গের খবরের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা এখনই শেষ নয়। ফলে সামনেও আরও কর্মী ছাঁটাই হতে পারে।
সর্বশেষ শিকাগো, ওমাহা, নেবরাস্কা এবং চান্ডলার, আরিজোনা থেকে কর্মী ছাঁটাই করেছে পেমেন্ট প্রসেসর কোম্পানিটি। ক্যালিফোর্নিয়ার স্যান জোসের প্রধান কার্যালয় থেকে ৮০ কর্মীকে স্থায়ীভাবে ছাঁটাইয়েরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
২০২১ সালে ৬৬ শতাংশ সংস্থা র্যানসমওয়্যার আক্রমণের শিকার২০২১ সালে ৬৬ শতাংশ সংস্থা র্যানসমওয়্যার আক্রমণের শিকার
২০২০ সালে পেপাল কৌশলগতভাবে জনবল কমানোর পরিকল্পনা পাশ করে। সম্প্রতি পেপালের প্রবৃদ্ধি ব্যাপকভাবে নিম্নমুখী হওয়ায় কর্মী ছাঁটাই করা হচ্ছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে প্ল্যাটফর্মটিতে খরচের পরিমাণ ১৫ শতাংশ বেড়ে ৩২৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি। আন্তর্জাতিক সাপ্লাই চেইনে প্রতিবন্ধকতা এবং করোনা মহামারি শেষে দোকানে সরাসরি কেনাকাটার ফলে প্ল্যাটফর্মটিতে কম ব্যয় করছেন গ্রাহকরা।