খাওয়ার ঘরে একটা ছুঁচো
করছে ঘোরাঘুরি,
ক্ষুধার টানে চেষ্টা তাহার
করবে খাবার চুরি।
লেজটা নেড়ে এলো তেড়ে
খুকুর বিড়াল পুষি,
মস্তবড় ছুঁচো দেখে
পুষি ভীষণ খুশি।
চুপটি মেরে রইল পুষি
ছুঁচোকে তাক করে,
হঠাৎ করে লাফ দিয়েই
ছুঁচো ফেলল ধরে।
খুকুমণি বড্ড খুশি
চুঁছো শিকার দেখে,
হেসে হেসে সব ঘটনা
বলল মাকে ডেকে।