খেলাধূলা ভাল লাগে
রোজ বিকেলে খেলি
বিকেল হলে আমরা সবাই
বন্ধ ডানা মেলি।
মাঠের মাঝে সবাই মিলে
বাঁধনহারা পাখি
খেলার মাঝেই বিশ্ব দেখি
খুলে দুটি আঁখি।
খেলার মাঝেই স্বপ্ন দেখি
নানান স্বপ্ন বোনা
খেলার মাঝেই স্বপ্ন চষি
ফলবে একদিন সোনা।
দেখলে খেলা মন ছুটে যায়
খেলার সাথেই থাকি
খেলা আমার হাসিখুশী
হর্ষ জমা রাখি।