আসন্ন কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা-ব্রাজিলের সঙ্গে সরাসরি জায়গা করে নিয়েছে ইকুয়েডর। তবে তাদের বিশ্বকাপের টিকেট কেড়ে নিতে পারে ফিফা।
কারণ অভিযোগ ওঠেছে বিশ্বকাপ বাছাইয়ে জন্ম নিবন্ধনের কাগজ জালিয়াতি করে বায়রন কাসতিলোকে খেলিয়েছে ইকুয়েডর। ইকুয়েডরের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছে চিলি। যারা লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হওয়ায় বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।
চিলির অভিযোগ বায়রন কাসতিলো হলেন একজন কলম্বিয়ান। কিন্তু জালিয়াতি করে তাকে ইকুয়েডরের নাগকির দেখিয়ে খেলানো হয়েছে। চিলির পক্ষে লড়া আইনজীবী কোর্টে দাবি করেছেন, ইকুয়েডরের খেলোয়াড়ের জন্মসনদ নিয়ে জালিয়াতি করার বিষয়টি তারা প্রমাণ দেখাতে পেরেছেন। তিনি প্রমাণ দেখিয়েছেন ওই খেলোয়াড়ের বাবা-মা এবং সে কলম্বিয়াতে জন্ম নিয়েছিলেন।
বিষয়টি নিয়ে ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসবে। সেখানেই ইকুয়েডরকে বাদ দেওয়ার ঘোষণা থাকতে পারে।
এর আগে চিলির অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করার ঘোষণা দেয় ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপ বাছাইয়ে বায়রন কাসতিলো ইকুয়েডরের হয়ে মোট আটটি ম্যাচে খেলেছেন। তিনি যে আটটি ম্যাচে খেলেছেন সেই আটটি ম্যাচে পাওয়া ইকুয়েডরের সব পয়েন্ট কেটে নেওয়া হবে।
এতে করে তারা পয়েন্ট টেবিলের তলানিতে চলে যাবে। অন্যদিকে ইকুয়েডরের বদলে বিশ্বকাপে জায়গা করে নেবে অভিযোগকারী চিলি।