মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে (নবাগত) মৌসুমী খানম যোগদান করেছেন।
সোমবার ১৭/০৫/২০২১ ইং তারিখে তিনি গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ নিকট থেকে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। মঙ্গলবার গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি প্রথম অফিস করেন।
মৌসুমী খানম ৩০ তম বিসিএস। এর আগে তিনি মাদারিপুরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি নড়াইল জেলার লোহাগড়া এলকার বাসিন্দা। গাংনী উপজেলা নির্ব্হাী অফিসার হিসেবে যোগদানের পর প্রথম দিনেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহামম্মদ সাহিদুজ্জামান খোকন। নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন তারা। অন্যদিকে অফিসের প্রথম দিনেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান নবাগত এ নির্বাহী কর্মকর্তাকে।
নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, গাংনী উপজেলা পরিচালনা ও সরকারি সকল কাজকর্ম বাস্তবায়ন করতে গাংনীবাসীর সহযোগীতা প্রয়োজন। সকলের সহযোগীতা পেলে গাংনী উপজেলাবাসীকে সরকারের সকল সুবিধা প্রদানে সহজ হবে। গাংনীবাসীকে সেবা দিয়ে তাদের মনের স্মৃতিতে থাকতে চাই।