মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে- কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের মাসুদ রেজার ছেলে মনোয়ার(২৭) ও একই গ্রামের খলিলুর রহমানের ছেলে জসিম(২৫)।
বৃহষ্পতিবার গভীর রাতে বামন্দি পুলিশ ক্যাম্পের একটি টীম এদেরকে মথুরাপুর রাস্তা থেকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ১৩ বোতল ফেনসিডিল।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুজন ফেনসিডিল নিয়ে আসছে মর্মে সংবাদ পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ বরকত ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
-গাংনী প্রতিনিধি