মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। এরা হচ্ছে- জুগিন্দা গ্রামের খোদা বক্সের ছেলে আলাউদ্দিন, একই গ্রামের মরহুম জাফর আলীর ছেলে জাকির হোসেন, মরহুম খোদা বক্সের ছেলে সালাউদ্দিন, মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ও শাহাজাদ আলী শাহ’র ছেলে মফিজুল ইসলাম।
উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় তপশীল ঘোষনা ও মনোনয়ন পত্র বিক্রী শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস।
বুধবার বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে ৫টি মনোনয়ন পত্র জমা হয়েছে।
চলতি মাসের ২৬ তারিখ বেলা ১১ টার সময় মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে।
আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। সকল নিয়ম-কানুন মেনেই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ জানিয়েছেন।
উল্লেখ্যঃ গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ ন¤^র ওয়ার্ডের সদস্য জাফর আলী অসুস্থ্যজনিত কারণে মৃত‚ বরণ করলে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্যপদটি শুন্য হয়।