গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৮ জুলাই) সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর উপনির্বচানের রিটানির্ং অফিসার আবু আনছার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
শ্রমিকলীগ নেতা মুতালেব হোসেন (পাঞ্জাবী প্রতীক), সাবেক কাউন্সিলর বদরুল আলম বদু টেবিল ল্যাম্প প্রতীক), সানোয়ার হোসেন (পানির বোতল প্রতীক) ও শফি উল ইসলাম (উটপাখি প্রতীক) পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী ময়দানে ভোট যুদ্ধে নেমে পড়েছেন।
উপনির্বাচনের রিটানির্ং অফিসার আবু আনছার জানান গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া সম্পন্ন হয়েছে।
উৎসবমুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন।
উপনির্বাচনের রিটানির্ং অফিসার আবু আনছার জানান গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া সম্পন্ন হয়েছে।
উৎসবমুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মকছেদ আলীর মৃত্যুর পর এই পদটি শুণ্য ঘোষণা করে নির্বাচনী তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
আগামী ২৭ জুলাই গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী ২৭ জুলাই গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।