গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার মকছেদ আলী (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তিনি গাংনী র্যাব ক্যাম্প পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের একমাত্র ছেলে। মকছেদ আলী এক ছেলে ও এক মেয়ের জনক।
আজ শুক্রবার (২৫ মার্চ) ভোর রাত সাড়ে ৪টার সময় ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ইন্তেকাল করেন তিনি।
মরহুমের স্ত্রী বিলকিস পারভীন জানান, গতকাল বৃহস্পতিবার মালশাদহ গ্রামের জাকির হোসেনসহ কয়েকজন বন্ধু মিলে ফরিদপুর ও রাজবাড়িসহ কয়েকটি স্থানে ঘুরতে গেছিলো। সেখান থেকে ফেরার সময় ফরিদপুরের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে সেখান থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি।
জানা গেছে, মকছেদ আলী দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুর প্রবাস জীবন কাটিয়ে গত বছর গাংনী পৌর সভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে জয়লাভ করেন।
আজ শুক্রবার বেলা ২.৩০ মিনিটের সময় তার নামাজে জানাযা শেষে গাংনী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিকভাবে জানানো হয়েছে।