গাংনী বাজারের সাইদ হার্ডওয়ারের টিন কেটে আড়াই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতের কোনো একসময় টাকা চুরির ঘটনা ঘটে।
এঘটনায় গাংনী থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুর রহমান নামের একজনকে আটক করেছে।
সাইদ হার্ডওয়ারের মালিক আবু সাইদ জানান, শনিবার সারাদিন ব্যাবসা শেষে ২ লাখ ৫০ হাজার টাকা ড্রয়ারে রেখে বাহিরের সমস্ত তালা লঅগিয়ে বাড়ি যায়। প্রতিদিনের ন্যায় রবিবার সকালে দোকান খুলে দেখি ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করছে। এবং উপরের টিন কাটা। ড্রয়ারে একটি টাকাও নেই।
সাথে সাথে পুলিশকে খবর দিলে গাংনী থানার ওসি দোকানে এসে সিসি টিভি ফুটেজ নিয়ে চোর সনাক্তের চেষ্টা করছেন। সিসি টিভি ফুটেজ দেখে এঘটনায় সন্দেহ ভাজন গাংনী মহিলা কলেজপাড়ার সিরাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান নামের একজন থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, সিসি টিভিতে সংরক্ষিত ভিডিও ফুটেজ নিয়ে যাচাই বাছাই চলছে। সকল বিষয় তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।