গাংনী উপজেলা শহরের উত্তরপাড়া এলাকায় মাদকাসক্ত স্বামীর সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়ার জের ধরে স্ত্রী শান্তনা খাতুন (২৫) বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
শান্তনা খাতুন গাংনী উপজেলা শহরের উত্তরপাড়া এলাকার শ্যামলী পরিবহণ বাসের হেলপার সবুজ আহম্মেদের স্ত্রী।
বৃহস্পতিবার বিকালের দিকে নিজ বাড়িতে বিষপান করেন তিনি।
পরিবারের লোকজনের সামনেই বিষপান করেন এই গৃহবধু। পরে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সোহাগ আহম্মেদ জানান বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
পরিবারের লোকজন জানান, বিকালের দিকে মাদকাসক্ত স্বামী সবুজ আহমেদ ২০ টাকা দাবী করেছিল স্ত্রী শান্তনা খাতুনের কাছে। শান্তনার কাছে এক শ টাকার নোট থাকায় সে টাকা দিতে পারেনি।
টাকা না পেয়ে সবুজ তার কাছে থাকা একটি এন্ড্রয়েট ফোন আঁচড়ে ভেঙ্গে ফেলে। এতে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া। পরে স্ত্রীকে মারধর করে সবুজ আহম্মেদ।
মারধরের জের ধরে ঘরে থাকা ঘাঁস মারা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী শান্তনা খাতুন।