গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার মাহফুজ রানার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদ এবং শাস্তির দাবীতে কলম বিরতি শুরু করেছে দলিল লেখক সমিতি। আজ বুধবার সকাল ৯টা থেকে গাংনী উপজেলা দলিল লেখক সমিতি কলম বিরতির ঘোষণা দেন তারা।
কলম বিরতিকালে দলিল লেথক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন পিন্টু বলেন, অতিরিক্ত টাকা ছাড়া সাবরেজিস্ট্রার কোনো দলিল রেজিস্ট্রি করেন না। খোড়া অজুহাতে তিনি সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানী করেন। আমরা যারা দালিল লেখক রয়েছি তাদের মধ্যে অনেকেই বয়স ও পেশায় সিনিয়ির ব্যাক্তি রয়েছেন তাদের সাথে অনেক খারাপ আচরণ করেন।
এসয় বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাবেক সভাপতি ফাকের আলী, সদস্য হাসানুজ্জামান ও শওকত আলী প্রমুখ। এবিষয়ে সাব রেজিস্ট্রার মাহফুজ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে থাকায় তার মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।