গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এম কে রেজা ২২দিন ধরে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিতির কারণে সাময়িকভাবে তার বেতন বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ।
এর আগেও তিনি বেশ কিছুদিন এভাবে অনুপস্থিত ছিলেন। তখন কোন ব্যবস্থা না নেওয়ার কারণে এ ধরণের অপরাধ বার বার করে যাচ্ছেন বলে অন্য চিকিৎসকরা ধারণা করছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২৯ জানুয়ারি ২০২২ খ্রি. থেকে ২ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. পর্যন্ত ছুটি নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেছেন। তারপর থেকে তিনি আর হাসপাতালে যোগদান করেননি।
ফলে ৩ ফেব্রুয়ারি থেকে গতকাল ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি অনুপস্থিত ছিলেন। দীর্ঘদিন তিনি অনুপস্থিত থাকলেও আরএমও হিসেবেও কাউকে দায়িত্ব দিয়ে যাননি।
অনুপস্থিত থাকলেও তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও কোন কিছু জানাননি। এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম কে রেজার মোবাইল ফোনে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশে তাঁর বেতন সাময়িকভাবে বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। পরবর্তিতে সাময়িকভাবে ফেরদৌস পারভেজকে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন জানান, দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারণে তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে তার কোন জবাব তিনি দেননি।
এছাড়াও ফোন করেও যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এমতাবস্থায় তার বেতন বন্ধের জন্য সিভিল সার্জন স্যারকে সুপারিশ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এম কে রেজাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তার কোন উত্তর পাওয়া যায়নি। যে কারণে তার বেতন বন্ধ করা হয়েছে। আরও একটি চিঠি দেওয়া হবে যদিও সেটার উত্তর না পাওয়া যায়, তাহলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।