মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ লাখ টাকা খোয়ালেন তহিদুল ইসলাম (৪৫) নামের এক গরু ব্যবসায়ী।
আজ সোমবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়ার মিরপুর থেকে বামন্দী পশু হাটে আসার সময় এ ঘটনা ঘটে। তহিদুল ইসলাম মিরপুর বাস স্ট্যান্ড এলাকার সাইফুল বিশ্বাসের ছেলে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তহিদুলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, তহিদুল ইসলাম গরু কেনার জন্য বাড়ি থেকে বামুন্দী পশু হাটের উদ্দেশ্যে রওনা দেন। মিরপুর বাস স্ট্যান্ড থেকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে লোকাল বাসে তিনি বামুন্দীর দিকে আসছিলেন। পথিমধ্যে তাকে অচেতন করে তার কোমরে থাকা ব্যাগের মধ্য থেকে ৬ লাখ টাকা নিয়ে সটকে পড়ে অজ্ঞান পার্টির সদস্যরা। অসুস্থ অবস্থায় তোহিদুলকে গাংনী উপজেলার তেরাইল বাজারে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়। এ সময় স্থানীয়রা তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেয়। পরে বামন্দী পশু হাটে থাকা তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তৌহিদুলকে নিয়ে কুষ্টিয়ার মিরপুর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে একইভাবে দুই ব্যবসায়ীকে অচেতন করে আড়াই লাখ টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।