গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী ফুটবল মাঠ ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে একই সাথে দুটি ভেন্যুতে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। গাংনী ও জোড়পুকুরিয়া ফুটবল মাঠে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এসময় গাংনী ফুটবল টুর্নামেন্টের মাঠে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারমীর হাবিবুল বাসার, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান প্রমুখ।গাংনী মাঠে ষোলটাকা ইউনিয়ন একাদশ ৩ শুন্য গোলে রাইপুর ইউপিকে পরাজিত করে।
অন্যদিকে জোড়পুকুরিয়া ফুটবল মাঠেখেলার উদ্বোধন ঘোষনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মটমুড়া ইউপি চেয়ারম্যান, সোহেল আহমেদ, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রতন বিশ্বাস, জোড়পুকুরিয়া মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, ম্যাচ কমিশনার বিশিষ্ট ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।
জোড়পুকুরিয়া মাঠে মটমুড়া ইউপি একাদশ ২ শূন্য গোলে তেঁতুলবাড়ীয়া ইউপি একাদশকে পরাজিত করে। ধারা ভাষ্যে ছিলেন, পারভেজ সাজ্জাদ রাজা ও এফ আই মিল্টন। খেলা পরিচালনা করেন, বাফুফে’র রেফারী আব্বাস আলী, আহসান হাবীব, ইয়াছির আরাফাত বিপ্লব, মাহবুব হোসেন, সাজেদুর রহমান সজল। খেলার রেকর্ড লিপিবদ্ধ করেন আমিরুল ইসলাম অল্ডাম ও সাবেক ক্রীড়া সমম্পাদক আতর আলী।