গাংনীতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে আব্দুল জিহান (৩০) নামের এক ব্যাক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আব্দুল জিহান চুয়াডাঙ্গা জেলার দর্শনার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। স্কেবিটার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এসময় জিহান নামের ওই ব্যাক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির হোসেন জানান, সরকারি কোন অনুমোদন না নিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে গাংনীর আড়পাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় স্কেবিটার মেশিন দিয়ে মাটিকাটা অবস্থায় আব্দুল জিহান নামের এক ব্যাক্তিকে হাতেনাতে আটক করলে জিহান তার অপরাধ স্বীকার করে। এসময় ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫(২) ও ১৫(১)(খ) ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় গাংনী থানা পুলিশের একটি টীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।