পথে হাটাকে কেন্দ্র করে সরকারী ঘরে বসবাসকারী এক দম্পত্তিকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রভাবশালী প্রতিবেশীরা।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব পুড়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
এঘটনায় ভূক্তভোগী গৃহকর্তা ফজলুল হক বাদী হয়ে ৪ জনকে আসামী করে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ফজলুল হক জানান, আমার পরিবারকে ২ শতক জমির উপর সরকার একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে। আমি আমার স্ত্রী ও সন্তান নিয়ে সেখানে বসবাস করে আসছি। বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তাটি প্রতিবেশী সফর আলীর ছেলে ফারুক হোসেন, আলমগীর হোসেন ও নিজাম উদ্দীনের ছেলে কামাল হোসেন ও আনারুল ইসলাম বন্ধ করে দেন। আমি প্রতিবাদ করাই তারা আমাকে মারধর করে। আমাকে বাঁচাতে আমার গর্ভবতি স্ত্রী জামিনা খাতুন এলে তাকেও মারধর শুরু করে। তারা আমাকে ও আমার গর্ভবতি স্ত্র কে চরম নির্যাতন করে। পরে স্থানীয়রা ছুটে আসলে তারা চলে যায়। আমার স্ত্রী ও আমি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এর বিচার চেয়ে ওই চার জনকে আসামী করে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পাওয়ার সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।