মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত চোরাচালান প্রতিরোধ ও মাসিক আইন শৃংখলা কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী থানার অফিসার ইন্চার্জ (ওসি) ওবাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাসান উল্লাহ মহন, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা পঁচু, জাীয় পার্টি ( জেপি ) এর জেলা কমিটির সভাপতি আঃ হালিম, মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক, মহনা টিভির সাংবাদিক মোঃ ফারুক হোসেন, মেহেরপুর প্রতিদিনের সাংবাদিক এ সিদ্দিকী শাহীন প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তার কর্মচারিগন উপস্থিৎ ছিলেন।
-গাংনী প্রতিনিধি