বড় কোনো নেতার সাথে নয়, জুনিয়র নেতা কর্মীদের সাথে নিয়ে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে বিশেষ করে নারী ভোটারদের মন জয় করতেই তার এ অভিযান ।
তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কে ঘীরে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিরা তাদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট যুদ্ধে নেমেছেন কোমর বেঁধে। এই নির্বাচনের মাঠে কোন নারী নেত্রীকে তেমন চোখে পড়েনি।
সেক্ষেত্রে মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের পত্নী লাইলা আরজুমান শিলা দলীয় প্রার্থীর নৌকা প্রতিককে বিজয়ী করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দারে দারে।
বৃহস্পতিবার দিনব্যাপি ষোলটাকা ইউনিয়নে নৌকার প্রার্থী দেলবার হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে বানিয়াপুকুর, রুইয়েরকান্দি, শিমুলতলা, সহড়াবাড়িয়া গ্রামের ভোটারদের নিকট যেয়ে ভোট প্রার্থনা করেন।সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজ, নাসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ষোলটাকা, বামন্দী, রাইপুর, সাহারবাটিসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের ভোটারদের কাছে গেছেন ভোট ভিক্ষা করেন তিনি।এসময় নারী ভোটাররা এমপি পত্নিকে কাছে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেন ।