মেহেরপুরের গাংনীতে কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ‘‘কৃষিই সমৃদ্ধ’’ এ প্রতিপাদ্যে সোমবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়াম চত্বরে দুই দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রপ্ত) রনি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। এসময় গাংনী উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, কৃষি অফিসার কৃষিবিদ শিকদার মোহাম্মদ মহাইমেনুল আক্তার , সাবেক কৃষি বিষয়ক সম্মপাদক শহিদুল ইসলাম, এমপি প্রতিনিধি মনিরুজ্জামান আতু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান উপস্থিত ছিলেন।
কৃষি প্রযুক্তি মেলায় ১০টি কৃষি ভিত্তিক স্টল সাজানো হয়। স্টলে কৃষিকে আরও সমৃদ্ধ করতে নানা প্রযুক্তি তুলে ধরেন মেলায় অংশ গ্রহন করেন।