গাঁজা সেবনের অপরাধে গাংনী উপজেলার ঢেপা গ্রামের ইসরাফিল (২৬) নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
আজ বুধবার (২৫ মে) দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। ইসরাফিল ঢেপা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
এর আগে সকালের দিকে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঢেপা গ্রামের ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
পরে তাকে গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানমের আদালতে হাজীর করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৯) ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।