লাভজনক মাছ চাষে চাষীদের আগ্রহ, মাছের জাত উন্নয়ন ও মাছ চাষে সরকারের নানামুখি উদ্যোগে গাংনী উপজেলা এখন মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ। এ উপজেলার বার্ষিক মাছের চাহিদা ৬৫৫০ মেট্রিক টন পূরণ করে ১৭০ মেট্রিক টন মাছ বাইরের জেলায় পাঠানো হয়। মাছ চাষ আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে সরকার। তাই সকলের সহযোগিতা কামনা করলেন ইউএনও এবং উপজেলা মৎস্য কর্মকর্তা।
আজ শনিবার সকালে গাংনী ইউএনও সভা কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তাঁরা মৎস্য সপ্তাহের কার্যক্রম তুলে ধরেন। একই সাথে দেশীয় মাছ রক্ষায় নানা কার্যক্রম তুলে ধরা হয়।
অনষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম।
বক্তব্য রাখেন গাংনী প্রেস ক্লাব সভাপতি রমজান আলীসহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি মৎস্য কর্মকর্তা জাকির হোসেন।
সপ্তাহব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা ও পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ এবং ভিডিও কনফারেন্সিং।