মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার গাড়াডোব পোড়া নামক স্থানে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহসান আলী নামের এক ইলেক্টুনিক্স মিস্ত্রি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী উজ্জল হোসেন। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান আলী(৩০) গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ফেরদোস আলীর ছেলে ও উজ্জল হোসেন(২৫) একই গ্রামের মুন্তাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আহসান আলী ও উজ্জল হোসেন মোটরসাইকেল যোগে মেহেরপুর যাচ্ছিলেন। গাড়াডোব পোড়াপাড়া নাম্ক স্থানে কুষ্টিয়াগামী একটি দ্রতগতির ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় তারা। স্থানীয়রা তাদের দ’ুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহসান আলীকে মৃত ঘোষনা করেন। উজজল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।