মেহেরপুরের গাংনী পৌর শহরের পশ্চিম মালশাদাহ এলাকায় দ্রতগতির ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম কণা (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। একই সময়ে আহত হন স্বামী ফিরোজ আহমেদ ও তার মেয়ে। স্বামীর সাথে মোটরসাইকেল যোগে ওই শিক্ষক প্রশিক্ষণের জন্য গাংনী আসছিলেন।
নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক। তার স্বামী ফিরোজ আহম্মেদ করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম কণা তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেল যোগে গাংনীতে প্রশিক্ষনের জন্য আসছিলেন। মালসাদহ ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা ইসলাম কণা। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহকারী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।
বামুন্দি ফায়ারসার্ভিসের টীম লিডার ইছাহাক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।