মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, জাতীর জনকের কন্য এই দেশটাকে একটি উন্নয়নের যায়গায় নিয়ে গেছেন।প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। বাড়ির পাশেই বয়ে গেছে পাকা রাস্তা। নারী পুরুষরা আজ কর্মমুখি হয়েছেন। মানুষ এখন একটি সুখময় পরিস্থিতিতে বসবাস করছেন। শান্তিপূর্ণ বাংলাদেশ আজ অর্থনীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এক সময় ছিল পুরুষ শাসিত সমাজ।এখন পুরুষ ও নারীর মধ্যে ভেদাভেদ নেই। এ সরকার ক্ষমতায় আসার পরে পুরুষের পাশাপাশি আজ নারীরা সমান ভাবে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল মহিলা সমাবেশ উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল মহিলা সমাবেশ উপলক্ষে গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সমাবেশ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।
এ কর্মী সমাবেশে সভাপতিত্বে করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও
মনিরুজ্জামান মাষ্টার, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমপি পত্নী লাইলা আরজুমান বানু শিলা, গাংনী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাহিদুজ্জামান শিপু, নারী নেত্রী ও মেহেরপুর জেলা পরিষদের সদস্যা গুলশানারা খাতুন। এসময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন আরও বলেন, আমাদের দেশের প্রধান মন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নারী ,স্পিকার সকলেই নারী। বিচারপতি, পাইলট, প্রকৌশলী, ডিসি এসপি থেতে শুরু করে বড় বড় স্থানে নারীরা আজ তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। নারীদের এসব সুযোগ সৃষ্টি করে দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, এই সমাজের অর্ধেকের বেশী এখন নারী। পুরুষ ভোটারের চেয়ে এখন নারী ভোটাররা অনেক বেশী। নারীদের সমাজে এগিয়ে যেতে হবে। তাদের উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যেতে হবে। নিজেদের স্বাবলম্বী করতে হবে, এবং নিজেদের পরিবারকে স্বচ্ছল করে তুলতে দায়ীত্ব নিতে হবে। নারীদের রাজনৈতিক অধিকারও ছিনিয়ে নিতে হবে।
ঐক্যবদ্ধ হয়ে নারীদের কথা নারীদেরকেই বলতে হবে। নারীদের সংরক্ষিত মেম্বর বা এমপি হিসেবে নয় আপন মহিমায় নিজেদের যোগ্যতায় চেয়ারম্যান, মেম্বর হতে হবে।নির্বাচিত হতে হবে তাদের।যে সব নারী এলাকায় সমাজ সেবা মুলক কাজ করে তাদের নিয়ে আগামীতে একটি সমাবেশ করে কর্মকৌশল নেওয়া হবে বলে ঘোষণা দেন এমপি সাহিদুজ্জামান খোকন।তিনি বলেন নারীদের উন্নয়নে সরকার কাজ করছেন। তাই নারীদের দায়ীত্ব নিতে হবে সরকারের উন্নয়নমুলক কাজ গুলোকে সাধারণের মাঝে তুলে ধরার।