গাংনী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩০ জন চাষী নিয়ে দিন ব্যাপি মৎস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত গাংনী উপজেলা বিআরডিবি’র হলরুমে মাছ চাষীদের মাছ চাষ বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয।
গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা, গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম ।
মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য তুলে ধরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
” নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে নিয়ে গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সারাদেশের ন্যায় গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন হচ্ছে ।