‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ‘এই প্রতিপাদ্যে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে ।
আজ বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় মেলার প্রধান অতিথি মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, এখন সরকারের সব সেবা ডিজিটাইলজড হয়ে গেছে। ডট গভ ডট বিডিতে প্রবেশ করলে সরকারের সব সেবাসহ হাজার হাজার লিংক পাবেন। বয়স্কভাতা, পেনশন, ছাত্র ছাত্রীদের ভর্তিসব কিছু এখন অনলাইনেই হয়ে থাকে। তিনি বলেন, তবে মনে রাখতে হবে, ডিজিটালাইজডের ভাল ও মন্দ দুটো দিকই রয়েছে। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়ার মাধ্যমে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে জুয়াড়িরা। এসব অনলাইন জুয়াড়ি ও মাদকের ব্যপারে জনপ্রতিনিধি ও জনগণকে সচেতন হতে হবে। তাদের সমাজ থেকে চিহৃিত করে পরিহার করতে হবে।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আলম মাসুম অনুষ্ঠানে সঞ্চালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি মাষ্টারসহ সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।