মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে তিন মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বেলা ১১ টার সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে দুই মাদকসেবীকে দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম।
দন্ডপ্রাপ্তরা হলো- ভাটপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে রিপন আলী(৩৭) ও নওয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া(৪০)।
আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম জানান, ভাটপাড়া গ্রামের রিপন আলির বাড়ি থেকে আবু বকরের ছেলে জিয়াকে হেরোইন সেবনরত অবস্থায় ও মৃত আখের আলির ছেলে রিপন আলিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এসময় তারা দোষ স্বীকার করে জবানবন্দি দিলে ও আর কখনও মাদক ছুয়েও না দেখার অংগিকার করলে আদালত তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় জব্দকৃত ১০ গ্রাম গাজা ও ০.৫০ গ্রাম হেরোইন উপস্থিত জনসাধারণের সামনে ধ্বংস করা হয়। আদালত পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুল মান্নান ও অন্যান্য অফিসার বৃন্দ।