দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে জরুরী সভা করেছে গাংনী উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।
এ সময় পৌর মেয়র আশরাফুল ইসলাম সহ বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বুলু, ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক ও বাজার মনিটরিং কমিটির সকল সদস্যরা উপস্থিৎ ছিলেন।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে আগামীকাল থেকে উপজেলা প্রশাসন সহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা বাজারে নিবিড় পর্যবেক্ষন করবে বলে জানা যায়।
বাজার নিয়ন্ত্রণ রাখতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়।
-গাংনী প্রতিনিধি