‘‘উত্তম কৃষি চর্চা’’ অনুসরণে উৎপাদিত কীটনাশকের বিষক্রিয়ামুক্ত নিরাপদ সবজি বিক্রয়ের লেেক্ষ নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বিকেলে মেহেরপুরের গাংনী সবজি বাজারের কিফাত সবজি ঘরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। গাংনী উপজেলা কৃষি অফিস ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি(পিএসকেএস) এর তত্বাবধানে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহায়তায় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রটি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবব্দুর রউফ, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপ পরিচালক কামরুল আলম, সহকারি পরিচালক Ñ(প্রশিক্ষণ) আশরাফুল আলম মন্ডল, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখঃ
‘নিরাপদ সবজি গ্রহন করুন,সুস্বাস্থ্য নিশ্চিত করুন,এ প্রতিপাদ্যে গাংনী উপজেলা শহরে দ’ুটি নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করলো পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি।
উদবোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চ মাত্রায় ক্ষকির রাসায়নিক বালাইনাশক ও সার ব্যবহার করে উৎপাদিত সাক-সবজি পাওয়ার কারনে মানবদেহে চর্মরোগ, প্রতিবন্ধকতা, বন্ধাত্ব, ক্যান্সার, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ আরও অনেক সমস্যার সৃষ্টি হয়। এসব দিক বিবেচনা করে জৈব সার, জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, রঙিন ফাঁদ বিষটোপ, পরিচ্ছন্ন চাষাবাদের মাধ্যমে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমিয়ে যে সবজি উৎপাদিত হয় এগুলোকে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী হবে। এতে গাংনীসহ আশপাশের এলাকার মানুষ নিরাপদ সবজি পেতে সহায়ক হবে। গেল বছরেও গাংনী হাসপাতাল বাজারের ওসমান সবজি ঘরে আরও একটি নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি।