মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে সুমাইয়া খাতুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২ টায় গাংনী উপজেলার আমতৈল মাথাভাঙ্গা নদীতে ডুবে তার মৃত্যু হয়। সুমায়ইয়া খাতুন আমতৈল গ্রামের ইকরামুল হকের মেয়ে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।
সুমায়ইয়া খাতুনের বাবা ইকরামুল হক জানান, প্রতিদিনের ন্যায় সুমাইয়া খাতুর বাড়ির পার্শে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় সে বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে সন্ধান করা হয়। পরে নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তার তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান,সুমাইয়া খাতুন জীবিত রয়েছে এমন সন্দেহে তাকে পার্শবর্তী হারদী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বামুন্দী ফায়ার সার্ভিসের লিডার মইনুদ্দীন জানান,পানিতে ডুবে যাতে কারোর মৃত্যু না এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মুলক আলোচনা করা হচ্ছে।
-নিজস্ব প্রতিনিধি