পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে “উন্নয়নে যুব সমাজ”কার্যক্রমের আওতায় “স্বপ্ন আমার উদ্যোক্তা হবো” শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালের দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নে এ প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ রমজান আলী, গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোঃ জামিদুল ইসলাম ও সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
পরে অষ্টম ব্যাচে প্রশিক্ষণ গ্ৰহনকারী ২০০ জনকে প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়।