জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছেন মিলন হোসেন। মিলন হোসেন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বাসিন্দা।
মিলন হোসেন অভিযোগ করেন, আট কাঠা জমি নিয়ে হামলাকারীদের সাথে দীর্ঘদিন মামলা চলে আসছে। এই মামলার জের ধরে গত ৬ আগষ্ট ভোররাতের দিকে চাচাত ভাই, কাওছার আলীর, খোকন, দেলশাদ, জব্বার, রকিবুল হাসিবুল, রেবেকা, লালভানু, রিপাসহ তাদের লোকজন আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করে।
এসময় তারা আমার বাড়ির উঠানে থাকা একটি স্যালোইঞ্জিন চালিত আলগামন, বাইসাইকেল, মোটরসাইকেল, ঘরে থাকা ফ্রীজ, ফ্যান, সাব বাকস, সেলাইমেশিন, ঘরের জানালা দরজা ভাঙচুর, বিদ্যুতের মিটার, ড্রেসিং টেবিল, খাট, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া গ্যাসের চুলা, রাইস কুকার, পেশার কুকার, একটি স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
এসময় ঠেকাতে গেলে আমার ভাই, নাজমুল ইসলাম তার স্ত্রী রেহেনা খাতুন ও বৃদ্ধা মাতা নুছিলা খাতুনকে মারপিট করে। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গাংনী থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।